অসুস্থ হয়ে হাসপাতালে অমল পালেকর
অসুস্থ বর্ষীয়ান অভিনেতা অমল পালেকর। ৭৭ বছর বয়সি অভিনেতা বর্তমানে পুনের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে ভর্তি। তাঁর স্ত্রী সন্ধ্যা গোখলে জানিয়েছেন, আপাতত স্থিতিশীল তিনি। সংবাদমাধ্যমকে বর্ষীয়ান অভিনেতার স্ত্রী বলেছেন, অমলের স্বাস্থ্য নিয়ে চিন্তার কিছু নেই। ও ধীরে ধীরে সুস্থ হচ্ছে। আগের থেকে ভাল আছে। দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছেন অমোল। তবে কোনও কঠিন রোগের শিকার নন তিনি। মাত্রাতিরিক্ত ধূমপানের কারণে এক দশক আগেও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। তবে এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা অনেকটাই ভালো। দীর্ঘ অভিনয় জীবনে হিন্দি, মারাঠি, বাংলা সিনেমায় অভিনয় করেছেন অমল পালেকর। ২০০৯ সালে মারাঠি ছবি সমান্তর-এর পর ২০২১ সালে ২০০-হাল্লা হো ছবিতে অভিনয় করেছেন তিনি।